Thursday, July 22, 2021

রবিপ্রণাম

বোশেখ মাসের পঁচিশ তারিখ,
তোমার জন্মদিন,
এক জন্মেই তোমার দানে,
রইল যুগের ঋণ।

ঠাকুর তুমি প্রানের মোদের,
ঠাকুর তুমি গানের,
সুখ দুঃখের জোয়ার ভাটার,
কান্না অভিমানের।

ছোট্ট খোকা, কিংবা কিশোর,
যুবক কিংবা বৃদ্ধ,
সবার কথা, তোমার লেখায়,
করেছ মোদের ঋদ্ধ।

জন্ম মৃত্যু প্রেম বিরহে,
নিত্য তুমি সঙ্গী,
দিশা দেখাও জীবন পথের
বদলে দৃষ্টিভঙ্গি।

তোমার কথায় সঞ্জিবনী,
জাগায় রুদ্ধ প্রাণ,
অন্যায়কে যুঝতে শেখাও,
দুরন্ত সংগ্রাম।

মোদের মাঝে তোমার থাকা,
মোদেরই সন্মান,
তোমার শব্দে, তোমার সুরেই,
তোমাকেই  প্রনাম।

Wednesday, July 14, 2021

ছেলের বাবা

একটা ছেলে ভীষণ ভাল,
পড়তে গেলেই ক্লান্ত,
ঘরের ভিতর দস্যু মোহন,
বাইরে গেলেই শান্ত।
আঁকার কথা বলব কি আর,
পিকাসো পাবে লজ্জা,
ঘর আঁকলে ছাদের ওপর,
দেখতে পাবে দরজা।
এমন যে তার সুরের দখল,
শুরু করলে গান,
সবাই বলে গানটা থামা,
বাঁচুক মোদের কান।
ভালোবাসে খেলতে শুধু,
নেই তো তখন ক্লান্তি,
হাঁফিয়ে গিয়ে বেদম হলেও,
মুখ ভরা তার শান্তি।
বাবার লেখা এই ছড়াটা,
যেই এলো তার কানে,
দাদুর কাছে ছুটলো ছেলে,
ভীষণ অভিমানে।
নাতির নালিশ শুনেই দাদু,
খুন হন প্রায় হেসে,
এক ঝলকে ঘুরে এলেন,
পুরনো স্মৃতির দেশে।
নাতিকে বলেন রাগ কোরোনা,
সোনা দাদুভাই,
এমনই ছিল একটা সময়,
আমার ছেলেটাই।

Wednesday, June 23, 2021

বন্ধু

যখন প্রথম দেখা হল,
তখন আমি সংকুচিত,
না জানার ফারাক ভীষণ ভারি,
তবুও তারা মিলিয়ে নিলো,
হাসি মজা প্রতিযোগিতায়,
গুটি কয়েক বন্ধু হল তারি।

তারপরেতে ছাড়াছাড়ি,
এদিক সেদিক এটায় সেটায়,
মিলিয়ে গেল এক একজন করে,
আবার যখন হলো দেখা,
তফাতটা ঠিক একই, তারা,
প্রসারিত আজ আকাশখানা জুড়ে।

Saturday, May 8, 2021

তফাৎ

তোমার জয় ভালবাসায়,
আমার জয় কলঙ্কের,
আমি শুধু বিভেদ বাড়াই,
ক্ষেত্র তুমি মিলনের।

আমার হারে প্রত্যাখ্যান,
তোমার হারে কারচুপি,
তোমার মধ্যে বিশ্বরূপ,
আমিই কেবল বহুরূপী।

আমার প্রাণ তুচ্ছ ভীষণ,
তোমার পা খুব দামী,
আমি বললে কুকথা আর,
কথার কথা, বললে তুমিি।

তোমার আঁচড় কয়েক কোটি,
আমার ছবি মূল্যহীন,
আমি চাইলে ভিক্ষা কাতর,
তুমি চাইলে পাওনা ঋণ।

তোমার সবই সত্য ভাষণ,
আমি নেহাৎ মিথ্যেবাদী,
আমি ভাঙলে গুন্ডা, কিন্তু
তুমি ভাঙলে প্রতিবাদী।

তোমার আঘাত চক্রান্ত, আর
আমায় মারে জনরোষ,
দোষ, তোমার? কে বলবে,
আমিই হেতা নন্দ ঘোষ।

তোমার সাথে বাচ্চা ছেলে,
আমার সাথে বহিরাগত,
তুমি জানো কার কি দাওয়াই,
আমি শুধুই বাড়াই ক্ষত।

আমার সিড়ি  স্বপ্ন বুনে,
তোমার সিড়ি লাশের স্তূপ,
শ্রী ভরা সব তোমার দানে,
রিক্ত আমার বিশ্রী রূপ।

Friday, February 26, 2021

বেণীমাধব

বেণীমাধব আরও কিছু বলতে চাই আমি,
লাগলে খারাপ, ক্ষমা করো, ভালো থেকো তুমি।
বেণীমাধব, যারা তোমায় এক ডাকেতেই চেনে,
তাদের মাঝে একজনও কি আমার নাম জানে?
সেলাই দিদিমণি আমি এটাই পরিচয়,
নিজের কোনো নাম ছিল কি, হচ্ছে সংশয়।

আজকে যখন বেণীমাধব পিছন ফিরে দেখি,
তখন ভাবি বৃথাই বোধহয় নিজেকে দিলাম ফাঁকি।

সময় যখন ছিল তোমায়, যেতাম যদি ভুলে,
অন্য কেউ শেখাত সেলাই, এই পাড়ার স্কুলে।
পেতাম যদি অন্য কারুর প্রেমের আশ্রয়,
বেণীমাধব, জানত কি কেউ তোমার পরিচয়?

আমার ভালোবাসার হারে আলোকময় তুমি,
অন্ধকারে সেলাই স্কুলে, আমিই দিদিমনি।

Friday, January 1, 2021

স্বাগত ২০২১

আবার একটা বছর হলো শেষ,
আর এক বছর শুরুর প্রতীক্ষায়,
যে বছর যাচ্ছে চলে আজ,
আগামী যেন তেমন না আর হয়।

এই বছর শিক্ষা দিল খুব,
জন্ম দিল অনেক বিচ্ছেদের,
বাধ্য হয়ে মানিয়ে নেওয়া কত,
কত কিছু ভীষন অপছন্দের।

মহীরুহ কত হয়েছে ছিন্নমূল,
খড়কুটো কত হল নিরাশ্রয়,
কোপাইয়ের তীর ডুবে গেছে প্লাবনে,
ঈশ্বরও মুখ লুকিয়েছে লজ্জায়।

পান্থশালার দ্বার ছিল হাট খোলা,
কিন্তু পথিক ছিল না কোনো পথে,
কারখানা আর অফিস পাড়াও ফাঁকা,
থাকত বসে লোকের প্রতীক্ষাতে। 

সবাই মিলে সদাই ছিল ত্রাসে,
প্রহর কত কেটেছে আতঙ্কের,
কত জায়গায় হয়েছে ছন্দ পতন,
চারিদিকে কত গরমিল অঙ্কের।

আরও কত মুহূর্ত দিয়ে উঁকি,
মিলিয়ে গেছে কালের ইদারায়,
চাইলে বা না চাইলেও সেসব,
ফিরবে না আর, বৃথাই অপেক্ষায়।

অবিশ্বাসের বিষবাষ্পের ভাপে
চশমার কাঁচ হয়েছে আছে ঘোলাটে,
আবছায়াতে বুঝি না কি ঢাকা,
নতুন বছরের রঙিন মলাটে ।

বুঝেছি কথা মানুষই বলবে শেষে,
স্বপ্ন, প্রেম, ত্যাগ ও তিতিক্ষায়,
হারাতে পারি অনেক  কিছুই তবু,
জিতবো ঠিকই, বুক বাধছি আশায়।