আবার একটা বছর হলো শেষ,
আর এক বছর শুরুর প্রতীক্ষায়,
যে বছর যাচ্ছে চলে আজ,
আগামী যেন তেমন না আর হয়।
এই বছর শিক্ষা দিল খুব,
জন্ম দিল অনেক বিচ্ছেদের,
বাধ্য হয়ে মানিয়ে নেওয়া কত,
কত কিছু ভীষন অপছন্দের।
মহীরুহ কত হয়েছে ছিন্নমূল,
খড়কুটো কত হল নিরাশ্রয়,
কোপাইয়ের তীর ডুবে গেছে প্লাবনে,
ঈশ্বরও মুখ লুকিয়েছে লজ্জায়।
পান্থশালার দ্বার ছিল হাট খোলা,
কিন্তু পথিক ছিল না কোনো পথে,
কারখানা আর অফিস পাড়াও ফাঁকা,
থাকত বসে লোকের প্রতীক্ষাতে।
সবাই মিলে সদাই ছিল ত্রাসে,
প্রহর কত কেটেছে আতঙ্কের,
কত জায়গায় হয়েছে ছন্দ পতন,
চারিদিকে কত গরমিল অঙ্কের।
আরও কত মুহূর্ত দিয়ে উঁকি,
মিলিয়ে গেছে কালের ইদারায়,
চাইলে বা না চাইলেও সেসব,
ফিরবে না আর, বৃথাই অপেক্ষায়।
অবিশ্বাসের বিষবাষ্পের ভাপে
চশমার কাঁচ হয়েছে আছে ঘোলাটে,
আবছায়াতে বুঝি না কি ঢাকা,
নতুন বছরের রঙিন মলাটে ।
বুঝেছি কথা মানুষই বলবে শেষে,
স্বপ্ন, প্রেম, ত্যাগ ও তিতিক্ষায়,
হারাতে পারি অনেক কিছুই তবু,
জিতবো ঠিকই, বুক বাধছি আশায়।
No comments:
Post a Comment