যখন প্রথম দেখা হল,
তখন আমি সংকুচিত,
না জানার ফারাক ভীষণ ভারি,
তবুও তারা মিলিয়ে নিলো,
হাসি মজা প্রতিযোগিতায়,
গুটি কয়েক বন্ধু হল তারি।
তারপরেতে ছাড়াছাড়ি,
এদিক সেদিক এটায় সেটায়,
মিলিয়ে গেল এক একজন করে,
আবার যখন হলো দেখা,
তফাতটা ঠিক একই, তারা,
প্রসারিত আজ আকাশখানা জুড়ে।
No comments:
Post a Comment