Saturday, May 8, 2021

তফাৎ

তোমার জয় ভালবাসায়,
আমার জয় কলঙ্কের,
আমি শুধু বিভেদ বাড়াই,
ক্ষেত্র তুমি মিলনের।

আমার হারে প্রত্যাখ্যান,
তোমার হারে কারচুপি,
তোমার মধ্যে বিশ্বরূপ,
আমিই কেবল বহুরূপী।

আমার প্রাণ তুচ্ছ ভীষণ,
তোমার পা খুব দামী,
আমি বললে কুকথা আর,
কথার কথা, বললে তুমিি।

তোমার আঁচড় কয়েক কোটি,
আমার ছবি মূল্যহীন,
আমি চাইলে ভিক্ষা কাতর,
তুমি চাইলে পাওনা ঋণ।

তোমার সবই সত্য ভাষণ,
আমি নেহাৎ মিথ্যেবাদী,
আমি ভাঙলে গুন্ডা, কিন্তু
তুমি ভাঙলে প্রতিবাদী।

তোমার আঘাত চক্রান্ত, আর
আমায় মারে জনরোষ,
দোষ, তোমার? কে বলবে,
আমিই হেতা নন্দ ঘোষ।

তোমার সাথে বাচ্চা ছেলে,
আমার সাথে বহিরাগত,
তুমি জানো কার কি দাওয়াই,
আমি শুধুই বাড়াই ক্ষত।

আমার সিড়ি  স্বপ্ন বুনে,
তোমার সিড়ি লাশের স্তূপ,
শ্রী ভরা সব তোমার দানে,
রিক্ত আমার বিশ্রী রূপ।

No comments: