প্রতিভা ভরপুর,
কথার ফাঁকে কবিতা বানায়,
চলার পথে সুর।
আমার একটা বন্ধু আছে,
লক্ষ্যে সদা স্থির,
হালকা কথার হাসিতে ওড়ায়,
মুহূর্ত গম্ভীর।
আমার আরেক বন্ধু আছে,
গুন্ডা খানিক বটে,
মনের ওপর কথার ঘুষি,
জাগায় কালশিটে।
হাসি মুখের বন্ধু আরেক,
স্বভাবজাত শান্ত,
পেডিগ্রীতেই যোজন আগে,
কজনই বা জানত।
বন্ধু আছে অনেক রকম,
কেউ দাদা কেউ ভাই,
হাজার গুণের অধিকারী সব,
যেমন তোমার চাই।
তবে, দিনের শেষে বন্ধু সবার,
একলা ঘরের কোণ,
একলা থাকার অভ্যাস আর,
নিজের মুঠোফোন।
No comments:
Post a Comment