লিপস্টিক মাখা ঠোঁট জোড়া চায়,
বাহারি চা এর কাপ,
মাটির ভাঁড়ে বাধ্য চুমুক, তবু
আলগোছে ফেলে ছাপ।
গাড়ি চলে যায়, পড়ে থাকে স্মৃতি,
রঙ ফেরাতেই ক্লান্ত,
রামধনু আঁকা সাদাতে কালোতে,
মুঠোফোন দিকভ্রান্ত।
ব্যবহার শেষে, শেষ সবকিছু,
যতটুকু পরিচয়,
নৌকার মাঝে ব্যবধানে বাড়ে,
দৃঢ়তার অভিনয়।
তবু আশা থাকে, গত অনুরাগে,
পাথরের বুকে কুড়ি,
মুখোশের হাসি, বিশ্বাসী সুখে,
মরা গাঙে ভাসে তরী।
No comments:
Post a Comment