সবাই যখন চাইছে হতে বড়,
আমি তখন কোণ খুজি সেই ভিড়ে,
সবাই যখন এগিয়ে যেতে চায়,
চাইছি আমি,সময় চলুক ধীরে।
আমি তখন কোণ খুজি সেই ভিড়ে,
সবাই যখন এগিয়ে যেতে চায়,
চাইছি আমি,সময় চলুক ধীরে।
যখন আমার অলস বেলা কাটে,
সময় তখন বেজায় অবাধ্য,
ঘাড় গুজে এক কোনে বসে থাকে,
নড়ায় তাকে নেই কারো সাধ্য।
সময় তখন বেজায় অবাধ্য,
ঘাড় গুজে এক কোনে বসে থাকে,
নড়ায় তাকে নেই কারো সাধ্য।
আবার যখন ফুরসৎ নেই হাতে,
সময় ঘড়ি পাল তুলে দেয় ছুট,
ঘন্টা তখন মিনিটকে দেয় টেক্কা,
ভবিষ্যৎ মুহুর্তে হয় ভূত।
সময় ঘড়ি পাল তুলে দেয় ছুট,
ঘন্টা তখন মিনিটকে দেয় টেক্কা,
ভবিষ্যৎ মুহুর্তে হয় ভূত।
অনেকখানি খুশির চোরাবালি,
করছে যখন আমার সময় গ্রাস,
হটাৎ করে মৌতাতে দেয় বাঁধা,
দুঃসময়ের দারুণ অভিশাপ।
করছে যখন আমার সময় গ্রাস,
হটাৎ করে মৌতাতে দেয় বাঁধা,
দুঃসময়ের দারুণ অভিশাপ।
বছর পেরোয়, বড় না হয়ে বুড়ো,
দেহের বয়স না চাইতে যায় বেড়ে,
ছোট্ট হয়ে থাকব, হোক না স্থবির দেহ,
যাচ্ছে যে যাক, যাকগে আমায় ছেড়ে।
দেহের বয়স না চাইতে যায় বেড়ে,
ছোট্ট হয়ে থাকব, হোক না স্থবির দেহ,
যাচ্ছে যে যাক, যাকগে আমায় ছেড়ে।
No comments:
Post a Comment