Thursday, March 26, 2020

বিজয়

এইতো এখন বিকেলবেলা,
অফিস থেকে ফেরার পরে,
চায়ের কাপ আর একলা আমি,
আমার সাথে একলা  ঘরে।
খুঁজছি তোমায়, পাইনা তবু,
ঘরে কিংবা ফোনের পাশে,
শীতঘুমেতে হারিয়ে আছো,
পলাশ ঘেরা ফাগুন মাসে।
এখানে এখন বরফ পড়ে,
শীর্ণ গাছের ক্লান্ত প্রাণ,
ওখানে বোধহয় আমের মুকুল,
ছড়িয়ে দিচ্ছে মিষ্টি ঘ্রাণ।
আজ না হোক, পেরিয়ে কদিন,
বসন্ত ঠিক আসবে ফিরে,
ভরসা রাখি, এলোমেলো পথ,
পেরিয়ে তুমি ফিরবে ঘরে।

No comments: