Thursday, March 26, 2020

সময়

সবাই যখন চাইছে হতে বড়,
আমি তখন কোণ খুজি সেই ভিড়ে,
সবাই যখন এগিয়ে যেতে চায়,
চাইছি আমি,সময় চলুক ধীরে।

যখন আমার অলস বেলা কাটে,
সময় তখন বেজায় অবাধ্য,
ঘাড় গুজে এক কোনে বসে থাকে,
নড়ায় তাকে নেই কারো সাধ্য।

আবার যখন ফুরসৎ নেই হাতে,
সময় ঘড়ি পাল তুলে দেয় ছুট,
ঘন্টা তখন মিনিটকে দেয় টেক্কা,
ভবিষ্যৎ মুহুর্তে হয় ভূত।

অনেকখানি খুশির চোরাবালি,
করছে যখন আমার সময় গ্রাস,
হটাৎ করে মৌতাতে দেয় বাঁধা,
দুঃসময়ের দারুণ অভিশাপ।

বছর পেরোয়, বড় না হয়ে বুড়ো,
দেহের বয়স না চাইতে যায় বেড়ে,
ছোট্ট হয়ে থাকব, হোক না স্থবির দেহ,
যাচ্ছে যে যাক, যাকগে আমায় ছেড়ে।

বিজয়

এইতো এখন বিকেলবেলা,
অফিস থেকে ফেরার পরে,
চায়ের কাপ আর একলা আমি,
আমার সাথে একলা  ঘরে।
খুঁজছি তোমায়, পাইনা তবু,
ঘরে কিংবা ফোনের পাশে,
শীতঘুমেতে হারিয়ে আছো,
পলাশ ঘেরা ফাগুন মাসে।
এখানে এখন বরফ পড়ে,
শীর্ণ গাছের ক্লান্ত প্রাণ,
ওখানে বোধহয় আমের মুকুল,
ছড়িয়ে দিচ্ছে মিষ্টি ঘ্রাণ।
আজ না হোক, পেরিয়ে কদিন,
বসন্ত ঠিক আসবে ফিরে,
ভরসা রাখি, এলোমেলো পথ,
পেরিয়ে তুমি ফিরবে ঘরে।