সিন্দুক খুলে বের করো শতাব্দী প্রাচীন জড়োয়ার গয়না,
গিনিহার, মকরবালা, কানপাশায় সাজাও নিজেকে,
গায়ে মাখো ঘুণ ধরা সময়ের ঘ্রান,
যখন সবাই সাজে আসলে নকল মেশা প্লাটিনাম মোড়কে।
জিন্স, টপ, কুর্তি ফেলে গায়ে তোলো ট্রাংকে রাখা বেনারসি,
আটপৌরে আঁচলে ঝোলে সিন্দুকের চাবি,
ন্যাপথলিনের গন্ধ মাখো আদুরে বিকেলে,
নিমেষে নসাৎ করে বিদেশী সুগন্ধীর দাবি।
আগামীকে মুঠোবন্দির অলীক আশায় ছুটছে বাকিরা,
স্রোতের বিপরীতে হাঁটো একলা চলার গানে,
মগ্ন তাপস, নিকষ আঁধারেও চিনে ধ্রুবতারা,
নির্ভীক স্থিতধী তুমি, অতীতের শিকড় সন্ধানে।
No comments:
Post a Comment