তোমার কথায় রং চিনেছি,
সত্যি? নাকি মিছিমিছি?
না দেখে কি রঙ চেনা যায় নাকি?
সত্যি? নাকি মিছিমিছি?
না দেখে কি রঙ চেনা যায় নাকি?
তোমার হাতের আঁকিবুঁকি,
চেনায় আমায় প্রজাপতি,
কিন্তু আমি কেমন করে, চিনবো জোনাকি?
চেনায় আমায় প্রজাপতি,
কিন্তু আমি কেমন করে, চিনবো জোনাকি?
চেনাও আমায় ভালোবাসা,
কান্না ভিজে মিষ্টি হাসা,
শেখাওনি মা কেন আমায়, পড়তে চোখের ভাষা।
কান্না ভিজে মিষ্টি হাসা,
শেখাওনি মা কেন আমায়, পড়তে চোখের ভাষা।
আলোর খোঁজে অন্ধকারে
নিরাশ আমি বারেবারে,
ইন্দ্রজালের মায়ায় তুমি জাগাও ভরসা।
নিরাশ আমি বারেবারে,
ইন্দ্রজালের মায়ায় তুমি জাগাও ভরসা।
শিশির পড়ার শব্দ শুনে,
হাস্নুহানার মিষ্টি ঘ্রাণে,
বুঝতে পারি আসছে কখন ঋতুবদলের চিঠি।
হাস্নুহানার মিষ্টি ঘ্রাণে,
বুঝতে পারি আসছে কখন ঋতুবদলের চিঠি।
পূজোর জামায় সবার আগে,
সাজলে আমায় কেমন লাগে,
তোমার কেমন লাগে যখন, তোমায় ধরে হাঁটি।
সাজলে আমায় কেমন লাগে,
তোমার কেমন লাগে যখন, তোমায় ধরে হাঁটি।
হঠাৎ যদি এমন হল,
চোখের আধাঁর ঘুচে গেল,
হয় না যে তা, স্বপ্ন শুধু বাড়িয়ে দেয় ক্ষত।
চোখের আধাঁর ঘুচে গেল,
হয় না যে তা, স্বপ্ন শুধু বাড়িয়ে দেয় ক্ষত।
দেখতে পেলে চুপিচুপি,
জেনে যেতাম সেদিন ঠিকই,
বল যেমন, সত্যি আমায় ভালবাসো কি তত?
জেনে যেতাম সেদিন ঠিকই,
বল যেমন, সত্যি আমায় ভালবাসো কি তত?
No comments:
Post a Comment