Friday, October 12, 2018

তোতনের জন্য

সিন্দুক খুলে বের করো শতাব্দী প্রাচীন জড়োয়ার গয়না,
গিনিহার, মকরবালা, কানপাশায় সাজাও নিজেকে,
গায়ে মাখো ঘুণ ধরা  সময়ের ঘ্রান,
যখন সবাই সাজে আসলে নকল মেশা প্লাটিনাম মোড়কে।

জিন্স, টপ, কুর্তি ফেলে গায়ে তোলো ট্রাংকে রাখা বেনারসি,
আটপৌরে আঁচলে ঝোলে সিন্দুকের চাবি,
ন্যাপথলিনের গন্ধ মাখো আদুরে বিকেলে,
নিমেষে নসাৎ করে বিদেশী সুগন্ধীর দাবি।

আগামীকে মুঠোবন্দির অলীক আশায় ছুটছে বাকিরা,
স্রোতের বিপরীতে হাঁটো একলা চলার গানে,
মগ্ন তাপস, নিকষ আঁধারেও চিনে ধ্রুবতারা,
নির্ভীক স্থিতধী তুমি, অতীতের শিকড় সন্ধানে।

Wednesday, August 8, 2018

ইচ্ছা *

তোমার কথায় রং চিনেছি,
সত্যি? নাকি মিছিমিছি?
না দেখে কি রঙ চেনা যায় নাকি?
তোমার হাতের আঁকিবুঁকি,
চেনায় আমায় প্রজাপতি,
কিন্তু আমি কেমন করে, চিনবো জোনাকি?
চেনাও আমায় ভালোবাসা,
কান্না ভিজে মিষ্টি হাসা, 
শেখাওনি মা কেন আমায়, পড়তে চোখের ভাষা।
আলোর খোঁজে অন্ধকারে
নিরাশ আমি বারেবারে,
ইন্দ্রজালের মায়ায় তুমি জাগাও ভরসা।
শিশির পড়ার শব্দ শুনে,
হাস্নুহানার মিষ্টি ঘ্রাণে,
বুঝতে পারি আসছে কখন ঋতুবদলের চিঠি।
পূজোর জামায় সবার আগে,
সাজলে আমায় কেমন লাগে,
তোমার কেমন লাগে যখন, তোমায় ধরে হাঁটি।
হঠাৎ যদি এমন হল,
চোখের আধাঁর ঘুচে গেল,
হয় না যে তা, স্বপ্ন শুধু বাড়িয়ে দেয় ক্ষত।
দেখতে পেলে চুপিচুপি,
জেনে যেতাম সেদিন ঠিকই,
বল যেমন, সত্যি আমায় ভালবাসো কি তত?  

Tuesday, January 9, 2018

হিসাব নিকাশ *

চাওয়া পাওয়া

কি  চেয়েছি ভাবছি একা সন্ধেবেলা,

ঠিক শহরে তিন কামরার একটা বাড়ি,
ঝা চকচক শোফার ড্রিভেন একটা গাড়ি,
সুন্দরী এক বউ চেয়েছি ভীষন মডার্ন,
চাকরি করে, র‍্যাম্পে হাটে, গায় ভাল গান।

চেয়েছি আমি সবাই আমায় ঈর্ষা করুক,
আমার ভয়ে কাছের সবাই উঠুক বসুক,
আমার ছেলে ফাস্ট বয় হোক সেরা স্কুলে,
খুশির মুক্তো ছিনিয়ে নেব ঝিনুক খুলে।

যা চেয়েছি তাই পেয়েছি দুহাত ভরে,
যা চেয়েছি তাই নিয়েছি আপন করে।
যা খুশি তাই ফেলেছি কিনে, বিত্ত অগাধ,
রাজার মত বেঁচেছি বেঁধে সুখেরই বাঁধ।

কিন্তু এখন রাত্রি নামার খানিক আগে,
এলোমেলো সব হিসাব যত, ব্যর্থ রাগে
একলা  আমি, ভ্রান্ত আমি, হিসেব জটিল,
চাওয়া পাওয়ার হিসাবে ভাসে শুধু গরমিল।
দিনের শেষে কেই বা আমায় বুঝিয়ে দেবে,
জীবন খাতায় ভুল হয়েছে প্রথম কবে?
যাদের স্নেহের বৃষ্টিধারায় হয়ে সিঞ্চিত,
সুখ কিনেছি তাদেরই করে প্রবঞ্চিত।
পাহাড় চূড়ায় উঠতে যাদের ছেড়েছি পথে,
তারা যে শুধুই চেয়েছিল থাকতে সাথে।
আমার যত দুঃখ ভেঙে নিজের করে,
কখন তারা তলিয়ে গেছে অন্ধকারে।
ভাবিনি আগে, বুঝিনি আগে তাদের ঋণ,
শুধব কি সেই ভালবাসা, আজ আমি দীন।

যাদের ঘিরে গড়েছিলাম সুখের প্রাসাদ,
তাদের বৃত্তে কেমন করে আজ আমি বাদ।
সন্ধ্যা ঘনায়, রাত্রি আসে নিজের লয়ে,
বুঝছি আমি, হেরেছি আগের প্রতিটা জয়ে।

এবার সময় হল আমার ঘুমাতে যাওয়ার,
তোমরা জাগো, সময় রেখো হিসাব করার।
যাবেনা সাথে, পাবেনা কিছুই রাত ফুরালে,
প্রাপ্তি তোমার হারিয়ে যাবে সীমা পেরোলে।