সময়ের সাথে বদলায় কত চিরপরিচিত মুখ,
সময়ের হাতে বদলাতে থাকে চেনা দু:খ সুখ।
বহুদিন আগে পাশাপাশি থাকা দুই ফালি ইস্পাত,
তারাও বদলে যায় ধীরে ধীরে, পাল্টায় তারা জাত।
এক খানা ফালি পেয়ে কিছু কিছু ল্যাদ খেয়ে যায় শুধু,
সময়ের সাথে জং ধরে বুকে, বিষ খেয়ে ভাবে মধু।
আরেক ফালি লড়াই চালায়, রোজ দিয়ে চলে শান,
চকচকে হয়,ঝকঝকে হয়, নবরুপে জাগে প্রান।
প্রতিভা ক্রমশ প্রতিভাত হয়, দশের মধ্যে এক,
শিল্প কখন হয়ে ওঠে, তার আনমনে কাটা আক।
অন্য ফালিটা, দেখে আর ভাবে,বুক ভরে যেন ঈর্ষায়,
পারবে না জানে, তবু ওরকম হতে কেন তার মন চায়?
তবে কি ঈর্ষা নাকি তার বুকে জমে তিলে তিলে গর্ব?
বলে মনে মনে, লিখে চল তুই, আমি শ্রদ্ধায় পড়ব।
No comments:
Post a Comment