Wednesday, September 13, 2017

ধাঁধা

_------------------_-------------_----–

এই যে আছি, এই যে বাঁচি,
এই যে সবাই স্বপ্ন দেখি
কেউ কেউ কেন ভাবতে থাকে
এটাই ধ্রুব সত্য
ভবিষ্যতেই বাঁচছে জীবন
সব হারিয়ে স্বপ্নপূরন
মরিচিকা কেন আজ ধ্রুবতারা,
এটাই ধাঁধা মস্ত!

No comments: