হেরোর দলে নাম লিখিয়ে
হারছি বারে বারে,
শুন্য হাতে ফিরতে তবু,
মনটা কেমন করে।
পারব না আর হচ্ছে না আর,
বৃত্তে পরে আটকা,
জীবন কোথায় ফেলবে ছুড়ে,
খেলছি যে সেই ফাটকা!
ধরতে গেলেই গড়িয়ে গেছে,
শক্ত মুঠোর ফাঁকে,
অনিচ্ছাতেও খোলা হাতে তাই
রেখেছি ভাগ্যটাকে।
হাসার ছলে কান্না ভুলে,
ঘোচাই অভিমান,
সুুখের মূল্য,ভীষণ বেশি,
সময় মাপছেে দাম।
নানা ভাবে নানা সময়,
নিভছে আশার আলো,
হারছি তবু, এই খেলাটাই,
বাসছি রোজই ভাল।
No comments:
Post a Comment