.
সূর্য সবে দিচ্ছে উকি,
ছোট্ট দুছোখ ঘুমেই ভারী,
মা এর স্বপ্ন করতে পূরন,
সেই ছেলেটার স্বপ্নে দাড়ি।
প্রথম তাকে হতেই হবে,
ব্যর্থ বাকি প্রথম দশ,
খাতার পাতার নম্বরেতেই,
লুকিয়ে খ্যাতি, লুকিয়ে যশ।
পড়তে হবে, লিখতে হবে,
শিখতে হবে সাঁতার, গান,
আঁকতে হবে ভীষণ ভাল,
চালতে হবে দাবার দান।
বহুমাত্রিক সিঁড়ি ধাপে,
বহু বাধার জবর ধাঁধা
ছোট্ট মাথা জবাব খোজে,
অভ্যেস হয় মগজ সাধা।
সূর্য সবে দিচ্ছে উকি,
ছোট্ট দুছোখ ঘুমেই ভারী,
মা এর স্বপ্ন করতে পূরন,
সেই ছেলেটার স্বপ্নে দাড়ি।
প্রথম তাকে হতেই হবে,
ব্যর্থ বাকি প্রথম দশ,
খাতার পাতার নম্বরেতেই,
লুকিয়ে খ্যাতি, লুকিয়ে যশ।
পড়তে হবে, লিখতে হবে,
শিখতে হবে সাঁতার, গান,
আঁকতে হবে ভীষণ ভাল,
চালতে হবে দাবার দান।
বহুমাত্রিক সিঁড়ি ধাপে,
বহু বাধার জবর ধাঁধা
ছোট্ট মাথা জবাব খোজে,
অভ্যেস হয় মগজ সাধা।