Wednesday, September 13, 2017

স্বপ্নপূরণ

.
সূর্য সবে দিচ্ছে উকি,
ছোট্ট দুছোখ ঘুমেই ভারী,
মা এর স্বপ্ন করতে পূরন,
সেই ছেলেটার স্বপ্নে দাড়ি।

প্রথম তাকে হতেই হবে,
ব্যর্থ বাকি প্রথম দশ,
খাতার পাতার নম্বরেতেই,
লুকিয়ে খ্যাতি, লুকিয়ে  যশ।

পড়তে হবে, লিখতে হবে,
শিখতে হবে সাঁতার, গান,
আঁকতে হবে ভীষণ ভাল,
চালতে হবে দাবার দান।

বহুমাত্রিক সিঁড়ি ধাপে,
বহু বাধার জবর ধাঁধা
ছোট্ট মাথা জবাব খোজে,
অভ্যেস হয় মগজ সাধা।

ধাঁধা

_------------------_-------------_----–

এই যে আছি, এই যে বাঁচি,
এই যে সবাই স্বপ্ন দেখি
কেউ কেউ কেন ভাবতে থাকে
এটাই ধ্রুব সত্য
ভবিষ্যতেই বাঁচছে জীবন
সব হারিয়ে স্বপ্নপূরন
মরিচিকা কেন আজ ধ্রুবতারা,
এটাই ধাঁধা মস্ত!

হেরোর কথা *


হেরোর দলে নাম লিখিয়ে
হারছি বারে বারে,
শুন্য হাতে ফিরতে তবু,
মনটা কেমন করে।
পারব না আর  হচ্ছে না আর,
বৃত্তে পরে আটকা,
জীবন কোথায় ফেলবে ছুড়ে,
খেলছি যে সেই ফাটকা!
ধরতে গেলেই গড়িয়ে গেছে,
শক্ত মুঠোর ফাঁকে,
অনিচ্ছাতেও খোলা হাতে তাই
রেখেছি ভাগ্যটাকে।
হাসার ছলে কান্না ভুলে,
ঘোচাই অভিমান,
সুুখের মূল্য,ভীষণ বেশি,
সময় মাপছেে দাম।
নানা ভাবে নানা সময়,
নিভছে আশার আলো,
হারছি তবু, এই খেলাটাই,
বাসছি রোজই ভাল।