কত কিছু হবার কথা ছিল, কিন্তু কিছুই হতে পারলাম না।
আঁকার মাষ্টার মশাই বলেছিল, এর হবে, রং এর বোধ এর সহজাত,
অদৃষ্টের সাত রঙের মিশেলে জীবন আজ নিস্তরঙ্গ বর্ণহীন।
ফুটবল মাঠে বল ধরা ছাড়ায় আমি সবার থেকে আলাদা- বলেছিল দেবু দা,
ক্যান্সারের আচমকা ফাউলে দেবুদা আজ তেপান্তরে মাঠ ছাড়িয়ে অনেক দূরে,
ক্যাপ্টেন ছাড়া খেলায় গুনে গুনে দশ গোল খাচ্ছি রোজ।
নমিতা দিদিমনি বলতেন -সোনার টুকরো ছেলে,
পরীক্ষার কষ্ঠি পাথর পর্যন্ত ফারাক করেনি গিলটি সোনায়,
সময়ের স্রোতে রঙ হারিয়ে মূল্যহীন আজ, কেউ ফিরেও দেখে না।
কেউ কেউ ভালোবেসে ছিল,
কেউ কেউ ভালো ভালো কথা বলেছিল,
কেউ কেউ অনায়াসে করেছিল আশা।
আমিই কথা রাখিনি,
এড়িয়ে গেছি, পালিয়ে গেছি,
দ্বিধা, অবহেলা আর সংকোচে
হেরে গেছি অক্লেশে,
লক্ষ্য শুধু রেখে, লক্ষ্যহীন ভাসা |
No comments:
Post a Comment