Friday, February 6, 2015

বৃষ্টির সকাল *

বৃষ্টি ঝরে সকালবেলা অঝোরধারায়,
কাঁদছে কি মেঘ সেই সেখানেও তোমার পাড়ায় |
দিনের বেলা মেঘ দিয়েছে সূর্য্য ঢাকা,
ঘরের মাঝে সবার সাথে সবাই একা |

গুন গুন সুরে মেঘ নিয়ে বুকে কেউ করে গান,
সাড়া না মেলায় কারো মনে জমে শুধু অভিমান |
কেউ বা হাসছে বহুদিন পর ছুটির মজায়,
বৃষ্টিকে কেউ, একলা মনের গল্প শোনায় |


আরো যত কালো হয়ে ওঠে আজ অচেনা আকাশ,
হতাশ এর বুকে আশা ভাঙ্গা ঢেউ এ জাগে আশ্বাস,
থেমে যাবে ঝড়, কেটে যাবে এই মেঘের আঁধার,
হবে পরাজয়, ঠিক নিশ্চয়, সকল বাঁধার |




No comments: