Friday, February 6, 2015

মূল্যায়ন



সব কিছুই বিক্রি হয় ,
অল্প কিম্বা বেশি দামে ,
কেউ বিক্রি একটু ভয়ে,
কেউ বিক্রি ত্যাগের নামে |

কেউ বিক্রি ভালবাসায়,
কেউ বিক্রি একটু ক্ষোভে,
কেউ বিক্রি থাকতে ভালো,
কেউ বিক্রি খারাপ লোভে.

কেউ বিক্রি কিনতে গরল,
কেউ বিক্রি ধরতে সুধা,
কেউ বিক্রি হচ্ছে শখে,
কেউ বিক্রি নিভাতে ক্ষুদা|

কবি ও তার হাতের কলম,
করছে বিক্রি যশের নেশায়,
বিক্রি করে স্বপ্ন নেতা ,
ভোট ফুরোলে ডিগবাজি খায় |

আমি ও বিক্রি করতে চাই,
আমার বুদ্ধি, শরীর,মন,
কিনছে না কেউ,দেখছে না কেউ ,
আমায় কারুর নেই প্রয়োজন !!

আমি পারিনি

কত কিছু হবার কথা ছিল, কিন্তু কিছুই হতে পারলাম না।

আঁকার মাষ্টার মশাই বলেছিল, এর হবে, রং এর বোধ এর সহজাত,
অদৃষ্টের সাত রঙের মিশেলে জীবন আজ নিস্তরঙ্গ বর্ণহীন।

ফুটবল মাঠে বল ধরা ছাড়ায় আমি সবার থেকে আলাদা- বলেছিল দেবু দা,
ক্যান্সারের আচমকা ফাউলে দেবুদা আজ তেপান্তরে মাঠ ছাড়িয়ে অনেক দূরে,
ক্যাপ্টেন ছাড়া খেলায় গুনে গুনে দশ গোল খাচ্ছি রোজ।

নমিতা দিদিমনি বলতেন -সোনার টুকরো ছেলে,
পরীক্ষার কষ্ঠি পাথর পর্যন্ত ফারাক করেনি গিলটি সোনায়,
সময়ের স্রোতে রঙ হারিয়ে মূল্যহীন আজ, কেউ ফিরেও দেখে না।

কেউ কেউ ভালোবেসে ছিল,  
কেউ কেউ ভালো ভালো কথা বলেছিল,
কেউ কেউ অনায়াসে করেছিল আশা।

আমিই কথা রাখিনি,
এড়িয়ে গেছি, পালিয়ে গেছি,
দ্বিধা, অবহেলা আর সংকোচে
হেরে গেছি অক্লেশে,
লক্ষ্য  শুধু রেখে, লক্ষ্যহীন ভাসা |

বৃষ্টির সকাল *

বৃষ্টি ঝরে সকালবেলা অঝোরধারায়,
কাঁদছে কি মেঘ সেই সেখানেও তোমার পাড়ায় |
দিনের বেলা মেঘ দিয়েছে সূর্য্য ঢাকা,
ঘরের মাঝে সবার সাথে সবাই একা |

গুন গুন সুরে মেঘ নিয়ে বুকে কেউ করে গান,
সাড়া না মেলায় কারো মনে জমে শুধু অভিমান |
কেউ বা হাসছে বহুদিন পর ছুটির মজায়,
বৃষ্টিকে কেউ, একলা মনের গল্প শোনায় |


আরো যত কালো হয়ে ওঠে আজ অচেনা আকাশ,
হতাশ এর বুকে আশা ভাঙ্গা ঢেউ এ জাগে আশ্বাস,
থেমে যাবে ঝড়, কেটে যাবে এই মেঘের আঁধার,
হবে পরাজয়, ঠিক নিশ্চয়, সকল বাঁধার |