সব কিছুই বিক্রি হয় ,
অল্প কিম্বা বেশি দামে ,
কেউ বিক্রি একটু ভয়ে,
কেউ বিক্রি ত্যাগের নামে |
কেউ বিক্রি ভালবাসায়,
কেউ বিক্রি একটু ক্ষোভে,
কেউ বিক্রি থাকতে ভালো,
কেউ বিক্রি খারাপ লোভে.
কেউ বিক্রি কিনতে গরল,
কেউ বিক্রি ধরতে সুধা,
কেউ বিক্রি হচ্ছে শখে,
কেউ বিক্রি নিভাতে ক্ষুদা|
কবি ও তার হাতের কলম,
করছে বিক্রি যশের নেশায়,
বিক্রি করে স্বপ্ন নেতা ,
ভোট ফুরোলে ডিগবাজি খায় |
আমি ও বিক্রি করতে চাই,
আমার বুদ্ধি, শরীর,মন,
কিনছে না কেউ,দেখছে না কেউ ,
আমায় কারুর নেই প্রয়োজন !!