ফুলকুমারি, ফুলকুমারি তোমার বাড়ি যাব,
এখনও কি আগের মত, বয়স তোমার ভাবো?
ফুলের মত ছিলে তুমি, এখন ফুলকো লুচি,
লিভার খানা গেছে আমার, মুখেতে নেই রুচি।
বউয়ের মুখ ঝামটা খেয়ে, ঝাঁ ঝাঁ আমার কান,
খিরাই কূলে তোমায় দেখে , জুড়িয়ে গেলো প্রাণ।
মাথায় দিয়ে ফুলের মুকুট, ফুলকুমারি সাজে,
তোমায় দেখে দাড়িয়ে গেলাম, যাওয়ার ছিল কাজে।
সেই তুমি কি এই তুমি তা, লাগলো বুঝে ধাক্কা,
বেড়ে গিয়েছে বয়স তোমার, উনিশ বছর পাক্কা।
চুল কমেছে, বেড়েছে বহর, সমানুপাতিক হারে,
ভালই বুঝি রান্না নামে তোমার রান্না ঘরে।
ফুল নিয়ে আদিখ্যেতা, ফুল নিয়ে এই সাজ,
বয়স মত, রান্না ঘরেই, তোমার এখন কাজ।
ক্ষেতের মাঝে তোমার হাতে, গোধূলি বেলার আলো,
ফুলের তোড়া কেমন যেন, ফুলকপিই ভালো।
ফুলকপি আর ফুলকো লুচি, খাবার পাতে পাই,
এইটুকুই স্বপ্ন শুধু, তার বেশি না চাই।
ফুলতো নয় ফুলন দেবী, এখন আমার ঘাড়ে,
থাকবে না আর সেই টুকুও জানতে যদি পারে।
হালকা করে পেঁয়াজ কলির, আল পেরিয়ে হাটি,
ওই দেখা যায় পাশের খেতে, ফলছে মটরশুটি।
কচি কচি সিম ধরেছে, লাইন দিয়ে বাঁধা,
দেখলে না তা দুচোখ মেলে, দেখলে শুধু গাঁদা।
ফুল নিয়ে তুমি খুশি, ফলের খোঁজে আমি,
এগিয়ে চলি, তুমি নাহয় চালাও ন্যাকামি।
No comments:
Post a Comment