Sunday, May 10, 2020

আঠেরো তে পা

বাবার একটা সূর্য ছিল,
মনের কোণে স্বপ্ন শত,
ছোট্ট ছেলে নিজের তেজে,
কবির মতো হবেই খ্যাত।

মায়ের কোলের ছোট্ট সোনু,
বোঝেনি কেউ ধর্ম'রে তোর,
সোনার মত দেখতে হলেও,
আসলে তুই পরশপাথর।

দাদুর কাছে তিন বছরের,
স্কুল থেকে তুই ফিরতি ঘরে,
এখনও দাদু আঁকতে থাকে,
সে ছবিটাই বারে বারে।

ছোট্ট দাদার হাত ধরে যার,
ছোট্ট পায়ে হাঁটতে শেখা,
বাড়তে থাকা দাদার ছায়ায়,
তারও শুরু স্বপ্ন  দেখা।

দিদার ছিল বাবুই পাখি,
ফুরুৎ করে উড়ত ঘরে,
সেই পাখিটা ঈগল সমান,
নীল আকাশে একলা ওড়ে।

সেই ছেলেটা আঠেরো আজ,
আকাশ তাকে দিচ্ছে ডাক,
ঝড়ের সাথে লড়াই করে,
বারেবারে তুই জিততে থাক।

No comments: