ছোট্ট ছিল স্বপ্ন গুলো,
তোর ই সাথে বড় হলো,
ভেঙ্গেও গেল হটাত করে শেষে |
শেষের থেকে আবার শুরু,
অন্য পথে, এবার ভীরু,
একটু আশায় অনেক ভালোবেসে |
তোর ই সাথে বড় হলো,
ভেঙ্গেও গেল হটাত করে শেষে |
শেষের থেকে আবার শুরু,
অন্য পথে, এবার ভীরু,
একটু আশায় অনেক ভালোবেসে |
No comments:
Post a Comment