Tuesday, July 15, 2014

স্বপ্ন ভঙ্গ

ছোট্ট ছিল স্বপ্ন গুলো,
তোর ই সাথে বড় হলো,
ভেঙ্গেও গেল হটাত করে শেষে |
শেষের থেকে আবার শুরু,
অন্য পথে, এবার ভীরু,
একটু আশায় অনেক ভালোবেসে |




Thursday, July 3, 2014

বড় হওয়া




তখন ছোটবেলায় পড়াশোনা ভালো না করার জন্য যখন রেসাল্ট খারাপ হলো .. স্কুল থেকে বাড়ি ফিরে মা কে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না - আমাকে তুমি মেরে মেরে পড়াও নি কেন ? মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জল ভরা চোখে ছেলেকে আরো জড়িয়ে মৃদু স্বরে বললেন - পাগল কোথাকার, পরের বার ভালো হবে দেখিস !!

তারপর বড় হয়ে পড়াশোনা ভালো না করার জন্য যখন রেসাল্ট খারাপ হলো .. কলেজ থেকে ফিরে উত্তেজিত সুরে প্রমান করার চেষ্টা - দোষটা প্রফেসর আর সিস্টেম এর - পরের সেমিস্টারে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়তে হবে!  মা এর জলভরা চোখে মাথায় হাত বুলিয়ে দেবার সময়, সব অভিনয়, মা এর বুকে মুখ লুকালো! আর লুকিয়ে থাকা কান্না বেরিয়ে এলো সদর্পে .. মা মৃদু স্বরে বললেন - পাগল কোথাকার, পরের বার ভালো হবে দেখিস !!
আর এখন, রোজই পরীক্ষা - রোজই রেসাল্ট ... রোজই  উত্তেজিত হয়ে নিজের কাছে প্রমান করার চেষ্টা - দোষটা সিস্টেম এর ! কিন্তু এখন কোনো বুক নেই যেখানে মুখ লুকিয়ে নিজের না পারার কান্নার বাঁধ খুলে দেওয়া যায় , কোনো মুখ নেই যা  মৃদু স্বরে বলবে  - পাগল কোথাকার, পরের বার ঠিক ভালো হবে দেখিস !!

তাই কিছুই যেন আর ভালো হয় না !
তাই সব হতাশা ঢেকে রোজই রেসাল্ট না বেরোনোর অভিনয় ! 

আমি বড় হয়ে গেছি !