মা-র সন্মান, মাটিতে লুটায়,
মানুষগুলোই দোষী,
বোঝেনি তারা সূর্পনখা,
মেঘনাদেরই পিসি।
নাকের সাথে কাটা গেছে কান,
দোষ দেখেনা নিজের,
জিভের লাগাম ছিটকে গেছে,
মিথ্যে বড়াই কাজের।
ইন্ধনে তার পাপী রাবণ,
হরণ করে সীতা,
কোথায় গো রাম, আসো এবার,
জ্বালাও এদের চিতা।
আমরা কেবল বানর সেনা,
কাঠবিড়ালির মত,
সাধ্য মতো চেষ্টা শুধুই,
ভোলাতে নিজের ক্ষত।
হাতে হাতে শপথ থাকুক,
জ্বলুক শিখা মনে,
রাজা ঠিকই নামবে নিচে,
দিনের অবসানে।