Tuesday, September 10, 2024

সস্তার ভাবাবেগ

মা-র সন্মান, মাটিতে লুটায়,
মানুষগুলোই দোষী,
বোঝেনি তারা সূর্পনখা,
মেঘনাদেরই পিসি।

নাকের সাথে কাটা গেছে কান,
দোষ দেখেনা নিজের,
জিভের লাগাম ছিটকে গেছে,
মিথ্যে বড়াই কাজের।

ইন্ধনে তার পাপী রাবণ,
হরণ করে সীতা,
কোথায় গো রাম, আসো এবার,
জ্বালাও এদের চিতা।

আমরা কেবল বানর সেনা,
কাঠবিড়ালির মত,
সাধ্য মতো চেষ্টা শুধুই,
ভোলাতে নিজের ক্ষত।

হাতে হাতে শপথ থাকুক,
জ্বলুক শিখা মনে,
রাজা ঠিকই নামবে নিচে,
দিনের অবসানে।


উৎসবে উল্লাস

উৎসবে ফেরো সবে,
উৎসবে ফেরো,
শব নিয়ে প্রতিবাদে,
হবে শুধু হেরো।

এ আমার চেনা ছক,
শবে উৎসব,
মৃতদেহ কারবারে,
এই বৈভব।

একটি একটি শবে,
খুঁজেছি সোপান,
প্রতিটা সুযোগে আমি,
সেজেছি মহান।

সেই কবে, লালবাড়ি,
চলো দিয়ে হাঁক
মৃতদেহ গুণে গুণে,
শিখেছিনু আঁক।

তারপর বুঝে গেছি,
শবই সব কিছু,
যেখানে পেয়েছি খোঁজ,
গেছি তার পিছু।

লিঙ্গ ধর্ম মতে
কেউ নেই বাদ,
মৃত্যু জীবনে মোর,
আনে আহ্লাদ।

তাপসী বা রিজুয়ানু,
আগুনে বা রেলে,
সামান্য পাস পেয়ে,
ঠেলেছি তা গোলে।

গ্রামে গ্রামে হার্মাদে,
মারে প্রতিবাদী,
ডিভিডেন্ড ঘরে তুলি,
আমি প্রতিবারই।

ঝোপবুঝে কোপ মারি,
মাওবাদী পিঠে,
খ্যাতনামা শবে শোক,
উথলিয়ে ওঠে।

নায়ক, নায়িকা, কবি,
গায়িকা গায়ক,
বিদ্বজনের দেহে,
শকুনের চোখ।

প্রতিপক্ষের হাতে
কেউ গেলে মারা,
প্রতিবাদে ফেটে পড়ি,
থাকে খুব তাড়া।

দলের ছোট্ট ছেলে,
করে যদি ভুল,
কুৎসা রটনা বলে,
আমি সাজি কুল।

এত কেন হাহাকার,
এত কেনো রব?
তোমাদের হাতে শুধু
একখানি শব।

ওদিকে আদালতে,
পক্ষে আমার,
উকিল করেছে খাড়া,
শবের পাহাড়।

ডাক্তার, বিশ্বাস,
মরেনি কি আগে
একমাস যথেষ্ট,
জল ঢালো রাগে।

প্রতিবাদ চলে যাক
লাশ কাটা ঘরে,
চুপি চুপি চুল্লিতে,
দেবো ঠিক ভরে।

ফিরে চলো উৎসবে,
চলো উল্লাস করি,
লাশ নিয়ে রাজনীতি,
থাকুক আমারই।