আজকে না হয় একটু হাসো, সরিয়ে রেখে কষ্ট ক্লেশ,
আজকে নাহয় হাসলে খানিক, ভুলে গিয়ে দ্বন্দ্ব দ্বেষ।
হতেই পারে একটা দিন সব হারানোর গল্প লেখে,
দিনের শেষে হতাশ সেদিন, তোমায় পেয়ে হাসতে শেখে।
কান্না নাহয় বুকেই ঝরুক, ঠোঁটের কোণে আলতো হেসো,
চোখের জল লুকিয়ে রেখে, দুঃখটাকেও ভালোবেসো।
তোমায় নিয়ে হাসলে লোকে, উল্টে হেসে তাদের দেখো,
হাসির স্রোতে সব অপমান, ভাসিয়ে দেবার শক্তি রেখো।
যাবার পথে শেষ বিদায়ে, হাসির ডালা দিও সাজিয়ে,
নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়, হাসতে থেকো বুক চিতিয়ে।
ভুল করলে স্বীকার করো, অনুতাপের হাসির সাথে,
হাসির মত হাসলে হাসি, শত্রুরও হাত মিলবে হাতে।
শরীর জুড়ে যখন জ্বালা, অন্ধকারে ডুবছে মন,
চেষ্টা করে হাসলে খানিক, চাঙ্গা হবে খানিকক্ষণ।
দুঃসময়ের শীতল হাসি,ঠেকিয়ে দেয় পিঠ দেওয়ালে,
বিশ্বাসে ভর দিয়ে লড়াই, পাল্টা হাসো জিততে গেলে।