Saturday, January 21, 2023

ঋণ

কিছু কিছু সময় আসে যখন,
চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ,
নির্বোধে কি মানবে সে কথা,
তাকে কিছুতো বলতেই হবে আজ।

সবের মতই জ্ঞানের বহর কম,
বোঝে না ফারাক ইমনে কল্যাণে,
আল্লারাখা জাগান যে বিস্ময়,
মুগ্ধ তেমন ভীমসেনেরও গানে।

ব্যাগের ভিতর বিশেষণের টান,
যা আছে তা নেহাতই অপ্রতুল,
সুদটুকুই মেটানো দুষ্কর,
স্পর্শ করা যায় না তাতে মূল।

সাধ্য কি তার করবে মূল্যায়ণ,
কেমন করে বোঝাবে মুগ্ধবোধ,
জমছে যে ঋণ প্রতিদিনের শেষে,
কোন উপাচার করতে পারে শোধ।

কোন জন্মের কোন পুণ্যের রেশ,
ভালোবাসারা এমন করে উড়ে,
ধূসর মেঘ সরিয়ে ফুৎকারে,
রামধনু রং উঠলো আকাশ ভরে।