বোশেখ মাসের পঁচিশ তারিখ,
তোমার জন্মদিন,
এক জন্মেই তোমার দানে,
রইল যুগের ঋণ।
ঠাকুর তুমি প্রানের মোদের,
ঠাকুর তুমি গানের,
সুখ দুঃখের জোয়ার ভাটার,
কান্না অভিমানের।
ছোট্ট খোকা, কিংবা কিশোর,
যুবক কিংবা বৃদ্ধ,
সবার কথা, তোমার লেখায়,
করেছ মোদের ঋদ্ধ।
জন্ম মৃত্যু প্রেম বিরহে,
নিত্য তুমি সঙ্গী,
দিশা দেখাও জীবন পথের
বদলে দৃষ্টিভঙ্গি।
তোমার কথায় সঞ্জিবনী,
জাগায় রুদ্ধ প্রাণ,
অন্যায়কে যুঝতে শেখাও,
দুরন্ত সংগ্রাম।
মোদের মাঝে তোমার থাকা,
মোদেরই সন্মান,
তোমার শব্দে, তোমার সুরেই,
তোমাকেই প্রনাম।