Thursday, July 22, 2021

রবিপ্রণাম

বোশেখ মাসের পঁচিশ তারিখ,
তোমার জন্মদিন,
এক জন্মেই তোমার দানে,
রইল যুগের ঋণ।

ঠাকুর তুমি প্রানের মোদের,
ঠাকুর তুমি গানের,
সুখ দুঃখের জোয়ার ভাটার,
কান্না অভিমানের।

ছোট্ট খোকা, কিংবা কিশোর,
যুবক কিংবা বৃদ্ধ,
সবার কথা, তোমার লেখায়,
করেছ মোদের ঋদ্ধ।

জন্ম মৃত্যু প্রেম বিরহে,
নিত্য তুমি সঙ্গী,
দিশা দেখাও জীবন পথের
বদলে দৃষ্টিভঙ্গি।

তোমার কথায় সঞ্জিবনী,
জাগায় রুদ্ধ প্রাণ,
অন্যায়কে যুঝতে শেখাও,
দুরন্ত সংগ্রাম।

মোদের মাঝে তোমার থাকা,
মোদেরই সন্মান,
তোমার শব্দে, তোমার সুরেই,
তোমাকেই  প্রনাম।

Wednesday, July 14, 2021

ছেলের বাবা

একটা ছেলে ভীষণ ভাল,
পড়তে গেলেই ক্লান্ত,
ঘরের ভিতর দস্যু মোহন,
বাইরে গেলেই শান্ত।
আঁকার কথা বলব কি আর,
পিকাসো পাবে লজ্জা,
ঘর আঁকলে ছাদের ওপর,
দেখতে পাবে দরজা।
এমন যে তার সুরের দখল,
শুরু করলে গান,
সবাই বলে গানটা থামা,
বাঁচুক মোদের কান।
ভালোবাসে খেলতে শুধু,
নেই তো তখন ক্লান্তি,
হাঁফিয়ে গিয়ে বেদম হলেও,
মুখ ভরা তার শান্তি।
বাবার লেখা এই ছড়াটা,
যেই এলো তার কানে,
দাদুর কাছে ছুটলো ছেলে,
ভীষণ অভিমানে।
নাতির নালিশ শুনেই দাদু,
খুন হন প্রায় হেসে,
এক ঝলকে ঘুরে এলেন,
পুরনো স্মৃতির দেশে।
নাতিকে বলেন রাগ কোরোনা,
সোনা দাদুভাই,
এমনই ছিল একটা সময়,
আমার ছেলেটাই।