Friday, February 26, 2021

বেণীমাধব

বেণীমাধব আরও কিছু বলতে চাই আমি,
লাগলে খারাপ, ক্ষমা করো, ভালো থেকো তুমি।
বেণীমাধব, যারা তোমায় এক ডাকেতেই চেনে,
তাদের মাঝে একজনও কি আমার নাম জানে?
সেলাই দিদিমণি আমি এটাই পরিচয়,
নিজের কোনো নাম ছিল কি, হচ্ছে সংশয়।

আজকে যখন বেণীমাধব পিছন ফিরে দেখি,
তখন ভাবি বৃথাই বোধহয় নিজেকে দিলাম ফাঁকি।

সময় যখন ছিল তোমায়, যেতাম যদি ভুলে,
অন্য কেউ শেখাত সেলাই, এই পাড়ার স্কুলে।
পেতাম যদি অন্য কারুর প্রেমের আশ্রয়,
বেণীমাধব, জানত কি কেউ তোমার পরিচয়?

আমার ভালোবাসার হারে আলোকময় তুমি,
অন্ধকারে সেলাই স্কুলে, আমিই দিদিমনি।