Saturday, August 15, 2020

ঋণ

কিছু কিছু সময় আসে যখন,
চুপ থাকা টাই বুদ্ধিমানের কাজ,
নির্বোধে কি মানবে সে কথা,
তাকে কিছুতো বলতেই হবে আজ।

ব্যাগের ভিতর বিশেষণের টান,
যা আছে তা নেহাতই অপ্রতুল,
সুদটুকুই মেটানো দুষ্কর,
স্পর্শ করা যায় না তাতে মূল।

সবের মতই জ্ঞানের বহর কম,
বোঝে না ফারাক ইমনে কল্যাণে,
আল্লারাখা জাগান যে বিস্ময়,
মুগ্ধ তেমন ভীমসেনেরও গানে।

সাধ্য কি তার করবে মূল্যায়ণ,
কেমন করে বোঝাবে মুগ্ধবোধ,
ঋণ যা বাকি মানুষগুলির কাছে,
কোন মন্ত্রে করবে সে তা শোধ।

মানুষগুলো ( ভাই এর দিদি) শুধুই দিতে জানে,
ভালোবাসা আর প্রশংসা অকৃত্রিম,
সাদা কালো শুধুই ভরা  জীবন,
শব্দ তুলির ছোঁয়ায় করে রঙিন।