Thursday, July 2, 2020

সুশান্ত

এই কবিতাটা সুশান্ত সিং রাজপুত এর জন্য লেখা। সুশান্ত সিং রাজপুত, প্রানোচ্ছাসে ভরা এক চলচ্চিত্র অভিনেতা, যার নেশা ছিল আকাশের তারা দেখা, সেই সুশান্ত সিং এর জন্য। খ্যাতির চূড়ায় দাড়িয়ে, মানসিক অবসাদের চাপে সে বেছে নিয়েছিল আত্মহননের পথ। কিন্তু রেখে গিয়েছিল একরাশ প্রশ্ন।

**********************************

বুকের ভিতর ডানা ঝাপ্টায়,
না বলা কথার ব্যাথা,
ছাদের পাঁচিলে শ্যাওলার রং,
এঁকে নেয় কথকতা। 
বিষন্ন আলো, বেসেছিল ভালো,
বেসুরে বেজেছে গান,
মৃত্যু এসে, জীবনের শেষে,
মুছে দেয় অভিমান।
আঙ্গুলের ফাঁকে, শুধু লেগে থাকে,
মূহুর্ত যা গেছে উপচে,
মুঠো ভরা খালি, সময়ের বালি,
স্মৃতিরা চিতায় জ্বলছে।
মুখোশের হাসি, হয় না যে বাসি,
অভিনয় চলে প্রতিদিন,
দুচোখের জল, নেহাৎই অচল,
ঈশ্বর তার শ্রুতিহীন।
জানলার কাঁচে, কালোছায়া নাচে,
রাস্তার আলো ফ্যাকাসে, 
আঁধারেতে যারা, একা দেখে তারা,
মন খারাপের আকাশে।
সব কিছু শেষে, কেউ নেই পাশে,
চোখ আসে ঘুমে বুজে,
তারা নেভে একা, ঘুরে চলে চাকা 
অন্য কারুর খোঁজে।