Tuesday, June 30, 2020

অজয় নদী

ভাগ্য জয়ের ছদ্ম প্রয়াসে,
কেউ বা শহরে, কেউ পরবাসে,
যন্ত্র জীবনে দিন যায় আসে,
কখনও ফেরে না সময়।
স্মৃতিগুলো বৃথা করে আনাগোনা, 
 পথ ভুলে গেছি, সেদিনের চেনা,
ফিরে যেতে তাই করি দোনামনা,
তবু, একাই বইছে অজয়।।