চলো পাল্টাই,
সুযোগ এসেছে হাতে,
সময়ের সাথে,
ক্যালেন্ডারের শেষ পাতাটা উল্টাতে উল্টাতে তাই,
আরো একবার চেষ্টা করি, যদি পাল্টাই।
বদলে ফেলা নেহাৎ সোজা কাজ নয়,
বাইরের রঙ, মুখোশের ঢং,
ঠিকঠাক বদলালে ভালো,
নাহলে সং সাজ দেখে হাসি চাপে লোক,
মুখোশের হাসি দিয়ে, কান্নাটা ঢাকা থাক, যন্ত্রনা হোক।
শুয়োপোকা প্রজাপতি হয়ে যায়,
ফুল থেকে হয়ে যায় ফল,
নদী থেকে জল উঠে নাকি, হয়ে যায় বৃষ্টির ফোঁটা ।
আমি শুধু বদলাতে গিয়ে,
দেখি যে তা ভয়ানক শক্ত,
এক আনা বদলাতে হারি, কি করে বা বদলাব গোটা।
কেউ কেউ বদলায় সখে,
কেউ নাকি পালটায়ও দুখে,
কেউ কেউ বদলায় সময়ের স্রোতে, তাই, বোঝা যায় না।
আরও কেউ আছে, যারা,
থেমে থাকে সময়ের সাথে, তারা,
বছর পেরোয় তাদের, তবু দিন বদলায় না।