Tuesday, January 9, 2018

হিসাব নিকাশ *

চাওয়া পাওয়া

কি  চেয়েছি ভাবছি একা সন্ধেবেলা,

ঠিক শহরে তিন কামরার একটা বাড়ি,
ঝা চকচক শোফার ড্রিভেন একটা গাড়ি,
সুন্দরী এক বউ চেয়েছি ভীষন মডার্ন,
চাকরি করে, র‍্যাম্পে হাটে, গায় ভাল গান।

চেয়েছি আমি সবাই আমায় ঈর্ষা করুক,
আমার ভয়ে কাছের সবাই উঠুক বসুক,
আমার ছেলে ফাস্ট বয় হোক সেরা স্কুলে,
খুশির মুক্তো ছিনিয়ে নেব ঝিনুক খুলে।

যা চেয়েছি তাই পেয়েছি দুহাত ভরে,
যা চেয়েছি তাই নিয়েছি আপন করে।
যা খুশি তাই ফেলেছি কিনে, বিত্ত অগাধ,
রাজার মত বেঁচেছি বেঁধে সুখেরই বাঁধ।

কিন্তু এখন রাত্রি নামার খানিক আগে,
এলোমেলো সব হিসাব যত, ব্যর্থ রাগে
একলা  আমি, ভ্রান্ত আমি, হিসেব জটিল,
চাওয়া পাওয়ার হিসাবে ভাসে শুধু গরমিল।
দিনের শেষে কেই বা আমায় বুঝিয়ে দেবে,
জীবন খাতায় ভুল হয়েছে প্রথম কবে?
যাদের স্নেহের বৃষ্টিধারায় হয়ে সিঞ্চিত,
সুখ কিনেছি তাদেরই করে প্রবঞ্চিত।
পাহাড় চূড়ায় উঠতে যাদের ছেড়েছি পথে,
তারা যে শুধুই চেয়েছিল থাকতে সাথে।
আমার যত দুঃখ ভেঙে নিজের করে,
কখন তারা তলিয়ে গেছে অন্ধকারে।
ভাবিনি আগে, বুঝিনি আগে তাদের ঋণ,
শুধব কি সেই ভালবাসা, আজ আমি দীন।

যাদের ঘিরে গড়েছিলাম সুখের প্রাসাদ,
তাদের বৃত্তে কেমন করে আজ আমি বাদ।
সন্ধ্যা ঘনায়, রাত্রি আসে নিজের লয়ে,
বুঝছি আমি, হেরেছি আগের প্রতিটা জয়ে।

এবার সময় হল আমার ঘুমাতে যাওয়ার,
তোমরা জাগো, সময় রেখো হিসাব করার।
যাবেনা সাথে, পাবেনা কিছুই রাত ফুরালে,
প্রাপ্তি তোমার হারিয়ে যাবে সীমা পেরোলে।