Saturday, December 23, 2017

তোতনের জোৎস্নাদি-র জন্য *

কিছু দিন থাকে, কিছু ঋণ থাকে,
ভুলে যাই অনায়াসে,
অক্ষম স্মৃতি, সময়ের গতি,
আর নিষ্ফল অভ্যাসে।
বারে বারে ভুলি, গত দিনগুলি,
স্মৃতিগুলি যায় চুরি,
জাতিস্মরের পুনর্জন্ম,
তোর লেখা যেই পড়ি।
প্রশংসা করি, স্পর্ধা সে নেই,
প্রতিবারে জমে বিস্ময়,
ইতিহাস উঠে আসে, আর সাথে,
ইতিহাস সৃষ্টি হয়।।