ভিজছে রোদ, অন্ধ বোধ,
মেঘের পাতায় পড়ুক তীর,
বুলস আই, শুধুই চাই,
ভেজাল দুধে জমুক ক্ষীর,
সারা দুনিয়া ঘুরে, পাড়ার মোড়ে ফিরে,
আবার খুজি যাবার ছল,
হাতের ফাকে, জীবন বাঁকে
ফস্কে যাচ্ছে লোপ্পা বল,
যে মন বলে আড়ি,ভীষণ তাড়াতাড়ি,
তার ই কাছে হই বিসর্জন।
মেঘের পাতায় পড়ুক তীর,
বুলস আই, শুধুই চাই,
ভেজাল দুধে জমুক ক্ষীর,
সারা দুনিয়া ঘুরে, পাড়ার মোড়ে ফিরে,
আবার খুজি যাবার ছল,
হাতের ফাকে, জীবন বাঁকে
ফস্কে যাচ্ছে লোপ্পা বল,
যে মন বলে আড়ি,ভীষণ তাড়াতাড়ি,
তার ই কাছে হই বিসর্জন।
যে জন বহুদুরে, মিথ্যে মরে ঘুরে,
সেই হয়ে গেল আপনজন।