Thursday, February 4, 2016

সময়

জাগে গান আর ঘোচে অভিমান
চাপা পরে যায় কান্না
দুরে চলে যাও ফিরে না তাকাও
জীবন যে শুধু গান না !
কিছুটা গদ্য কিছুটা পদ্য
কাটছি আচড় আনমনে
ঝরছে পাতা জীবন খাতার
সময় ঘেরা প্রাঙ্গনে !!