ব্যর্থ প্রতিজ্ঞার পুনরালোচনায় রত,
ভাবি কত আর করি কত ,
হিসাব দিতে লজ্জা লাগে,
আজ ভাঙ্গি সেই শপথ করেছি যা দিন দুই আগে.
ব্যর্থ শপথ ফেলেনা মনে দাগ,
চিন্তা ধারা যে শত খন্ডে ভাগ,
তাই রোজ আমি করি শপথ,
ভাঙবনা শেষ শপথ|
ভাবি কত আর করি কত ,
হিসাব দিতে লজ্জা লাগে,
আজ ভাঙ্গি সেই শপথ করেছি যা দিন দুই আগে.
ব্যর্থ শপথ ফেলেনা মনে দাগ,
চিন্তা ধারা যে শত খন্ডে ভাগ,
তাই রোজ আমি করি শপথ,
ভাঙবনা শেষ শপথ|